নওগাঁর মান্দায় রুবেল হোসেন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালীগ্রাম-দোডাঙ্গী রাস্তার চৌরাস্তার মোড়ের অদুরে একটি পাটখেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রুবেল উপজেলার একই ইউনিয়নের রামনগর গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি পেশায় ট্রাক চালকের সহযোগী ছিলেন।
নিহতের বাবা আবদুর রহিম জানান, গত বুধবার রাতে ঢাকা যাবার কথা বলে রুবেল বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর মোবাইলফোনে কয়েক বার তার সঙ্গে কথা হয়েছে। শুক্রবার রাতে মান্দায় পৌঁছার পর শেষবারের মত ছেলে রুবেলের সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। শনিবার বেলা ১২টার দিকে তার মৃত্যুর বিষয়ে জানতে পারি।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, সংবাদ চেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।