বাগেরহাটের চিতলমারীতে ডেঙ্গু বিরোধ সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শীর্ষক র্যালী করেছে থানা পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে চিতলমারী থানার ওসি মীর শরিফুল হকের নেতৃত্বে ডেঙ্গু বিরোধ ও সচেতনতামূলক একটি র্যালী বের হয়। র্যালিটি সদর বাজারের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে মাছ বাজারে পাশে পথ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সাধারণ মানুষের সাথে ডেঙ্গু বিরোধ সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা, মতবিনিময়, সন্ধ্যার পরে মশারী টানিয়ে ঘুমানো, বাড়ির আঙিনা পরিস্কারসহ বিভিন্ন কথপোকথন হয়। তবে, পুলিশের পক্ষ হতে এই ব্যতিক্রমী র্যালী ও পথসভা বাজারের ব্যবসায়ীসহ নানা পেশাজীবিদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এ বিষয়ে চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক বলেন, ‘সাম্প্রতিক সময়ে ডেঙ্গু পুরো বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে যে ভীতির সঞ্চার করেছে সে বিষয়টি আইজি মহোদয়ের দৃষ্টিগোচর হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের পক্ষ হতে এডিস মশার বংশ- পরিচ্ছন্নতা সচেতনতার মাধ্যমে করবো ধ্বংস-এই শ্লোগানকে সামনে রেখে এই র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ’