এডিস মশা নিধন ও ডেঙ্গু জ¦র প্রতিরোধে দাকোপ থানা পুলিশের আয়োজনে বর্নাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় জন সচেতনতার লক্ষ্যে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চালনা বৌমার গাছতলাস্থ ওসি তদন্ত দেবাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন থানা পুলিশের কর্মকর্তা ইনর্চাজ শফিকুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন এস আই শহিদুল ইসলাম, এসআই আল মামুন,এএসআই আবু জাফর, কমল কৃষ্ণ, মনিরুল ইসলাম,রবিউল ইসলাম, আজিজুর রহমান, হাফিজুর রহমানসহ থানা পুলিশের সদস্য বৃন্দ।