বরগুনা জেলা পরিষদের উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষ রোপন অভিযান এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে ফলজ গাছের চারা রোপন করে মাস ব্যাপী এ বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করেন বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।
মাসব্যাপী বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন কালে আরও উপাস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রতিনিধি( এস ও),জেলা পরিষদের সদস্যসহ কর্মকর্তা ও কর্মচারীগণ।
এ বৃক্ষ রোপন অভিযানের আওতায় জেলার জেলা ও দায়রা জজ আদালত সংলগ্ন রাস্তায়, জেলা প্রশাসক কার্যালয়ের পুকুর পাড়ের পরিত্যাক্ত জমি ও জেলা পরিষদের সকল ডাক বাংলায় বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার গাছের চারা রোপন করার কথা রয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বরগুনা জেলা পরিষদ প্রতি বছর সরকারী -আধা সরকারী পরিত্যাক্ত জমি ও তাদের নিজস্ব জমিতে নিজস্ব অর্থায়নে গাছের চারা রোপন করে আসছে।