জেলার নদীবেষ্টিত উপজেলা মুলাদীতে ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে চিহ্নিত মাদক ও জাল টাকার ব্যবসায়ী সাগর হাওলাদার। প্রায় এক ডজন মামলার আসামি সাগর আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অবাধে ইয়াবাসহ বিভিন্ন মাদক ও জাল টাকার রমরমা ব্যবসা করে আসছে। এতে করে এলাকার যুব সমাজ ক্রমেই বিপথগামী হচ্ছেন। ফলে সন্তানদের নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামের একাধিক বাসিন্দারা জানান, একই গ্রামের নুরু হাওলাদারের পুত্র সাগর হাওলাদার স্থানীয় কতিপয় যুবকদের সাথে নিয়ে দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে নদী পথে মাদক ও জাল টাকা আমদানি করে রমরমা ব্যবসা করে আসছে। তার এসব অপকর্মের প্রতিবাদ করায় গ্রামের একাধিক ব্যক্তি হামলার স্বীকার হয়েছেন। ফলে বর্তমানে সাগর ও তার গ্রুপের সদস্যদের হামলার ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তাই সাগর ও তার সহযোগিদের সকল অপকর্মের সঠিক তদন্ত করে গ্রেফতারের জন্য এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে মুলাদী থানা পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাগর হাওলাদারের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে। ওইসব মামলায় তাকে (সাগর) গ্রেফতারের জন্য থানা পুলিশ অসংখ্যবার অভিযান চালালেও বরাবরেই সে পুলিশের ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে, সাগর হাওলাদারকে গ্রেফতারের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।