রিপোর্টার্স ইউনিটির সদস্য ও একটি জাতীয় দৈনিকের (যুগান্তর) বরিশাল ব্যুরো রিপোর্টার তন্ময় দাস তপুকে প্রকাশিত সংবাদের জের ধরে হত্যার হুমকি দিয়েছে কিশোর গ্যাংয়ের চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় শনিবার বিকেলে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।
বরিশাল রিপোর্টার্স ইউনিটি, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব ও ন্যাশনাল ডেইলি ব্যুরো চীফ অ্যাসোসিয়েশন বরিশালের নেতৃবৃন্দরা পৃথক বিবৃতিতে সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেন। একইসাথে নেতৃবৃন্দরা আইন-শৃঙ্খলা বাহিনীকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জরুরি ভিত্তিতে হুমকিদাতা সন্ত্রাসী ও তাদের মদদ দাতাদের গ্রেফতারের জন্য জোর দাবি করেন।
উল্লেখ, অতিসম্প্রতি বখাটেদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জের ধরে তন্ময় দাস তপুকে চিহ্নিত বখাটে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার হুমকি দেয়। এ ঘটনার শনিবার দুপুরে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।