নগরীর কাশিপুর এলাকার নির্মানাধীন শহীদ আবদুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনাল এলাকায় বালুর ভেতর চাঁপা দেয়া অবস্থায় পিকআপ চালক উজ্জলের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনার তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার বিকেলে বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানার ওসি মোঃ মাহবুবুর রহমান। তিনি আরও বলেন, নিহতের মোবাইল ফোনসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়ে ওসি বিস্তারিত জানাতে রাজি হননি। নিহত উজ্জ্বল গড়িয়ারপাড় এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার পুত্র ও পেশায় কাভার্ড ভ্যান চালক ছিলেন। শুক্রবার রাতে বালু চাঁপা দেয়া অবস্থায় নিহতের লাশ উদ্ধাদের পর থেকেই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। যার সূত্র ধরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুইজনকে অন্য জেলা থেকে আটক করায় তাদের এখনও এয়ারপোর্ট থানায় নিয়ে আসা সম্ভব হয়নি। এদিকে উজ্জ্বল হত্যার ঘটনায় শুক্রবার রাতেই নিহতের মা পারভীন বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।