বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গফরগাঁও থানা শাখার ৫১ সদস্যের কার্যকরি সংসদ নির্বাচনে আমিনুল ইসলাম-জাহাঙ্গীর আলম সেলিম পরিষদ পূর্ন প্যানেলে জয়ী হয়েছেন। এতে আমিনুল ইসলাম সভাপতি, জাহাঙ্গীর আলম সেলিম সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান সাংগঠনিক সম্পাদক, সাইদুল ইসলাম কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত শুক্রবার খায়রুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । সারারাত ভোট গণনা শেষে গতকাল শনিবার সকাল ১০টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৭৫২ জন ভোটারের মধ্যে ৭১২ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করে ৫ বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ নির্বাচিত করেন।