খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) এমপি আকতারুজ্জামান বাবু বলেছেন, স্বাস্থ্য সম্মত উন্নত জীবন গঠন ও ভবিষ্যৎ প্রজন্মকে রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে সুপেয় পানির কোনো বিকল্প নেই। তিনি শনিবার দুপুরে দু'উপজেলা সিমান্ত হাতিয়ার ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে "পানি লবনাক্ততা দূরীকরন (রিভার্স অসমোসিস) ও নিরাপদ পানি সরবরাহ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরোও জানান, কালের বিবর্তনে জলবায়ুর বিরুপ প্রভাবে উপকূলীয় এ অঞ্চলে লবণ পানির প্রভাবে সুপেয় পানি সংকট, কৃষি ও জীববৈচিত্রে নেতিবাচক প্রভাব মোকাবেলায় সরকারের পাশাপাশি দাতা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছেন এবং এরই ধারাবাহিকতায় হাতিয়ারডাঙ্গা সহ এলাকার মানুষের পানি সমস্যা দূর করতে উন্নত প্রযুক্তিতে ২২ লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত এ আরো প্লান প্রকল্প থেকে স্বল্পমূল্যে পানি সরবরাহে উপকারে আসবে। স্থানীয় পানি ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও নবযাত্র প্রকল্পের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমাদী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রশান্ত কুমার বাইন। শিক্ষক মনোতোষ কুমার সানার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কয়রা ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ কুমার সানা, ওসি তারক চন্দ্র বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার এএমএ আবু খালেক পাইকগাছা উপজেলা আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, ও ওয়াল্ড ভিশনের নুরে আলম সিদ্দীকি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নিশিত রঞ্জন মিস্ত্রী, প্রধান শিক্ষক দেবদাশ সানা, প্রিতিলতা রায়, গড়ইখালীর প্যানেল চেয়ারম্যান আ. ছালাম কেরু, কয়রা প্রেসক্লাব সম্পাদক প্রভাষক সাহাবাজ আলী, মনোরজ্ঞন সরকার, নজরুল ইসলাম, নির্মল দাশ, জেলা যুবলীগনেতা জসীমউদ্দীন বাবু, শামিম সরদার, আকরামুল ইসলাম, নবযাত্রা প্রকল্পের সিন্দ্বু কুমার রায়, ইব্রাহীম হোসেন, জাহিদুর রহমান, আয়াতুল্লা আল মামুন, শ্রীনিবাস মজুমদার, রেখা রানী ঘোষ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।