বরিশালের আগৈরঝাড়া দুই জুয়ারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলা বাকাল গ্রামের নাজেম সরদারের ছেলে সোহেল সরদার ও রমেন্দা নাথ রায়ের ছেলে বিধান রায়কে জুয়া খেলা অবস্থায় শুক্রবার রাতে বাকাল গ্রাম থেকে এসআই জসীম গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই জুয়ারীকে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট বিপুল চন্দ্র দাস’র আদালতে হাজির করা হলে প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানা করা হয়। টাকা জমা দিয়ে তারা ছাড়া পেয়েছে।