ডেঙ্গু সম্পর্কে সচেতনতা ও ’ছেলে ধরা গলা কাটা’ গুজবে কান না দেয়ার জন্য বরিশালের আগৈরঝাড়া থানা পুলিশের উদ্যেগে শনিবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত। দেশে সাম্প্রতিক ডেঙ্গু ও ’ছেলে ধরা গলা কাটা’ গুজবে কান না দেয়ার জন্য সচেতনার জন্য আলোচনা সভা করা হয়েছে। উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যেগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা ও ’ছেলে ধরা গলা কাটা’ গুজবে কান না দেয়ার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি কেএম আজাদ রহমান, ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র নজরুল ইসলাম প্রমুখ। এসময় বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।