খুলনার পাইকগাছায় রাষ্ট্রদ্রোহী সহ একাধিক মামলার আসামী সাবেক ছাত্র শিবির ও জামাতনেতা আওয়ামী লীগ থেকে বহিস্কৃত আবু রাইহান শাহীন ও তার স্ত্রীকে বিদ্যোৎসাহী সদস্য করার জন্য প্রস্তাব করা হয়েছে। উপজেলার ৩৭নং কালুয়ারআবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিকাশ বরুন সংসদ সদস্য বরাবর নাম প্রস্তাব করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের আবু রাইহান শাহীন ছাত্রজীবনে ছাত্রশিবির ও জামাতনেতা ছিলেন। সে ভোলপাল্টে আওয়ামী লীগে যোগদান করেন। এক পর্যায় চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হন। ২০১৭ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানী আদলে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করে পুলিশ। পাকিস্তানী আদলে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় আওয়ামী লীগ থেকে তাকে বহিস্কার করা হয়। সে রাষ্ট্রদ্রোহী মামলায় দীর্ঘদিন জেলহাজতে ছিল। এছাড়া তার বিরুদ্ধে প্রায় ডজন খানেক মারামারী, রাহাজানীসহ মামলা রয়েছে। কালুয়ারআবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনে (১১জুন ১৯) সবুজ, সামরান, নুরনাহার, রিক্তা খাতুন অভিভাবক সদস্য নির্বাচিত হন। উক্ত নির্বাচনের পর বিদ্যোৎসাহী সদস্যের জন্য এলাকাবাসীকে উপেক্ষা করে প্রধান শিক্ষক বিকাশ বরুন আবু রাইহান শাহীন ও তার স্ত্রী নাসিমা বেগমকে বিদ্যোৎসাহী সদস্য করার জন্য সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর নিকট লিখিত প্রস্তাব পাঠিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছে। প্রধান শিক্ষক বিকাশ বরুন জানান, এ বিদ্যালয়ে আমি বেশি দিন যোগদান করিনি। কে ভাল, কে মন্দ তা আমার জানা নেই। তবে এলাকাবাসীর মতামতের ভিত্তিতে শাহীন ও তার স্ত্রী নাসিমার নাম বিদ্যোৎসাহী সদস্য করার জন্য সংসদ সদস্য বরাবর প্রস্তাব পাঠিয়েছি।