খুলনার পাইকগাছায় রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে।
জানা যায়, জগৎবিখ্যাত বিজ্ঞানী আশ্চার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত ৩০নং রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের সাথে কলেজ ও হাইস্কুলও রয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, কলেজের অধ্যক্ষ, ৩জন ইউপি সদস্য সহ এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা রাণী দাশ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার একজন বাসিন্দা। তার অসামাজিক কার্যকলাপের কারণে উপজেলার কাটিপাড়া গ্রামে বাপের বাড়িতে চলে আসেন। এখানে এসে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগে তিনি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনকালে তিনি শিক্ষার্থীদের লাঠিপেটা, ভয়-ভীতি, আতংক সৃষ্টি করা তার স্বভাবে পরিণত হয়। এছাড়া অভিভাবকরা তাদের সন্তানদের জন্য খোঁজ-খবর নিতে গেলে দূর্ব্যবহার করেন। বিদ্যালয়ে কোনো সংস্কার না করে ভূয়া বিল ভাউচার করে টাকা আত্মসাৎ করছেন। সহকারী শিক্ষকদের সাথে নানাবিধ ছল-চাতুরে ঝঁগড়া বিবাদ করে তাদেরকে মানসিক নির্যাতন করেন। এছাড়া আলফাডাঙ্গা উপজেলায় থাকা অবস্থায় জনৈক এক ব্যক্তির সাথে রয়েছে অসামাজিক সম্পর্ক। এসব বিষয় নিয়ে অভিযোগকারীরা পরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, শিক্ষা সচিব, উপ-পরিচালক, জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ ব্যাপারে প্রধান শিক্ষক রাধা রাণী দাশ বলেন, তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।