বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) সাতক্ষীরা জেলা সাধারণ সভা ও সাইন্টিফিক সেমিনার- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগষ্ট) তুফান কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডিএমএ সাতক্ষীরা জেলার আয়োজনে ও অপসোনিন ফার্মার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিডিএমএ’র প্রধান উপদেষ্টা ডাঃ এ কে এম মশিউর রহমান। বিডিএমএ’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি ডাঃ মোঃ সাহিনুর আলম (সাহিন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিডিএমএর জেলা শাখার উপদেষ্টা ডাঃ মোঃ তোজাম্মেল হোসেন, উপদেষ্টা ডাঃ তপন কুমার বিশ^াস, উপদেষ্টা ডাঃ মাসুদ রেজা, উপদেষ্টা ডাঃ খায়রুল হাসান (মুকুল), উপদেষ্টা ডাঃ মোফফাখারুল ইসলাম, উপদেষ্টা ডাঃ কার্ত্তিক চন্দ্র মন্ডল, উপদেষ্টা ডাঃ মোঃ মাহফুজার রহমান, সহ-সভাপতি ডাঃ শংকর কুমার পাল, সহকারী বিক্রয় সম্পাদক অসীম কুমার ভৌমিক। অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি ডাঃ মোঃ আবদুল আজিজ, ডাঃ জি এম সাইফুল ইসলাম ও ডাঃ মোনতেজ উদ্দীন। অনুষ্ঠানে সাতক্ষীরার ২টি ম্যাটস এর কমিটি ও সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গঠন করা হয়। মোজাহিদুল ইসলামকে সভাপতি, জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা সরকারি ম্য্টাস এর কমিটি গঠন করা হয়। এবং জাহিদ হাসানকে সভাপতি ও মেহদী হাসানকে সাধারণ সম্পাদক করে বুশরা ম্যাটস এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ ছাড়া মোঃ মাহফুজার রহমানকে আহবায়ক, মুজাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, নাহিদ ইসলাম সাকিব ও রাসেল উল্যাহকে যুগ্ম আাহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়।