আশাশুনি উপজেলার কুল্যায় মটর শ্রমিক কল্যাণ একতা সংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২আগষ্ট) সন্ধ্যায় কুল্যার কুলতিয়ার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মটর শ্রমিক কল্যাণ একতা সংঘের সহ-সভাপতি বদরুজ্জামান বদু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস সমিতির সভাপতি মোঃ সাইফুল করীম সাবু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ মোঃ মিজানুর রহমান চৌধুরী, আশাশুনি উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক ঢালী মোঃ সামছুল আলম, জেলা বাস মালিক সমিতির অর্থ সম্পাদক আলমগীর হোসেন, শাহিদুল ইসলাম কালু প্রমুখ। অনুষ্ঠানে একতা সংঘের সভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আঙ্গুর হোসেন, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, শাহীন, আফসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।