আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ও নিয়মিত মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার (২আগষ্ট) আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম-বার) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই মিলন হোসেন অভিযান চালিয়ে সিআর-৬৯/১৯ আসামি কলিমাখালী গ্রামের মৃত শাহবাজ ফকিরের পুত্র আরিফ বিল্লাহকে গ্রেফতার কারেন। এসআই বিজন কুমার সরকার ও এএসআই মোকাদ্দেস হোসেন অভিযান চালিয়ে আশাশুনি থানার নিয়মিত মামলা নং- ২(০৮)/১৯ আসামি খলিসানী গ্রামের তহমিদ গাইনের পুত্র মোজাম্মেল গাইন ও মজিবর সরদারের পুত্র শরিফুল ইসলামকে গ্রেফতার কারেন।