বাউফল পৌরশহরে ৩টি পটকা বিস্ফোরনের খবর পাওয়া গেছে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাউফল পৌর শহরের হাইস্কুল সড়ক এলাকায় ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মটরসাইকেল যোগে দুই যুবক হাইস্কুল সড়কের জালাল প্লাজার সামনে ২টি ও গোলাবাড়ির মোড় এলাকায় ১টি পটকা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই দুই যুবকের পরিচয় এবং পটকা বিস্ফোরণের কোনো কারণ খুঁজে পাওয়া যায় নি। এ বিষয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর শুনে আমি গিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।