মুলাদীতে দুই নদীর ভাঙ্গনে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫টি হাট-বাজার হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলায় জয়ন্তী ও আড়িয়ালখা নদীর ভাঙ্গনে পাঁচটি ইউনিয়নের স্কুল-মাদরাসা ও কলেজসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ ৫টি হাট-বাজার নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া নদী ভাঙ্গনে প্রায় শতাধিক পরিবার ভিটে-বাড়ি হারিয়ে স্বজনদের বাড়ি-ঘরে আশ্রয় নিয়েছেন। উপজেলার বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম সিকদার জানান আড়িয়ালখা নদীর পানি বৃদ্ধিতে তার ইউনিয়নের জাগরনী, সেলিমপুর, সাহেবরামপুর লঞ্চঘাট, আলিমাবাদ, ঘুলিঘাট,কাসেমপুর এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। এসব এলাকার ৩০টি পরিবার ইতোমধ্যে ভিটে-মাটি হারিয়ে আতœীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নদী ভাঙ্গনে বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, এবিআর মাধ্যমিক বিদ্যালয় হুমকির মুখে রয়েছে। সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী জানান জয়ন্তী নদীর ভাঙ্গনে সফিপুর ইউনিয়নের চরমালিয়া, উত্তর বালিয়াতলী, ব্রজমোহন গ্রামে ভাঙ্গন শুরু হয়েছে। নদীর অব্যহত ভাঙ্গনে সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, সফিপুর মাধ্যমিক বিদ্যালয়, হাজ¦ী সৈয়দ বদরুল হোসেন কলেজ হুমকির মুখে রয়েছে। এসব এলাকার ৩০টি পরিবারের বাড়ি-ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসানাত জাপান জানান আড়িয়ালখা নদীর ভাঙ্গনে তার ইউরিনয়রে চরনাজিপুর, সাবেবেরচর, ঘোষেরচর গ্রামের বেশি ভাগ অংশই নদী গর্ভে বিলীন হয়েছে। ভিটে মাটি হারিয়েছের প্রায় ৩০টি পরিবার। নদী ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে ঘোষেরচর দাখিল মাদরাসা, বানীমর্দন দাখিল মাদরাসা, পশ্চিম নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান হাজ¦ী মোঃ মোহসীন উদ্দীন খান জানান বর্ষার শুরুতে জয়ন্তী নদীর ভাঙ্গনে ওই ইউনিয়নের মুলাদী-ঢাকা সড়কের ভেদুরিয়া খেয়াঘাট এলাকার ৫/৬শত গজ রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পশ্চিম চরকালেখান, মৃধারহাট এলাকায় ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। পশ্চিম চরকালেখান এলাকার ভাঙ্গনে সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবদুস সবুর সরদারের বাড়ির সামনের কোটি টাকার সেতু নদীতে হারিয়ে গেছে। মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুল আহসান জানান আড়িয়ালখা নদীর ভাঙ্গনে ইউনিয়নের নবাবের হাট, ভাঙ্গারমোনা, নন্দীর বাজার এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এসব এলাকায় ১০/১২টি পরিবার ভিটে-মাটি হারিয়েছে। নদী ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে ঐতিহ্যবাহী চরলক্ষ্মীপুর ফাযিল মাদরাসা, মহিষগুদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া নদী ভাঙ্গনে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে উপজেলার বেপারীরহাট, সফিপুর নোমরহাট, ব্রজমোহন বাজার, আলিমাবাদ বাজার, নন্দীর বাজার নদী গর্ভে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। গত ৫ জুলাই পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম মুলাদী উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কাছাকাছি ১ কিলোমিটার জায়গা নদী শাসনের আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সাইদ জানান জরুরী প্রকল্পের আওতায় খুব শীঘ্রই মুলাদী উপজেলার নদী ভাঙ্গন রোধে কাজ শুরু করা হবে। পর্যায়ক্রমে সকল নদীর ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। মুলাদী-বাবুগঞ্জ আসনের এমপি আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপু জানান আড়িয়ালখা ও জয়ন্তী নদীর ভাঙ্গন রোধে পানিসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে কাজ শুরু হয়েছে।