গাজীপুরের কাপাসিয়ার দশম শ্রেণিতে পড়-য়া এক স্কুল ছাত্রী অপহরণের একদিন পর পাশ^বর্তী শ্রীপুরের চাওবন গ্রামের লুৎফর রহমানের বাড়ি থেকে কাপাসিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে। এ সময় ঘটনার সাথে জড়িত অভিযোগে লুৎফর রহমানের বখাটে পুত্র সুজন সরকার (২০)কে পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে ২ আগস্ট শুক্রবার সকালে অপহৃতার পিতা দরদরিয়া গ্রামের মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
থানার এসআই নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলার ইউনিয়ন উচ্চবিদ্যালয় হাইলজোরের দশম শ্রেণীর ছাত্রী (১৫) গত বুধবার সকালে বাড়ির পাশে দোকানে সদাই কিনতে যায়। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা বখাটে সুজন সরকার ও তার সহযোগিরা সিএনজি যোগে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে অভিযোগের ভিত্তিতে ১ আগস্ট বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলার চাওবন গ্রামের লুৎফর রহমানের বাড়ি থেকে অপহৃতাকে উদ্ধার ও সুজন সরকারকে গ্রেফতার করা হয়। কাপাসিয়া থানায় দায়েরকৃত মামলার অপর আসামিরা হলেন সুজন সরকারের মা শামসুন্নাহার, এলাকার নিকাহ্ রেজিস্টার কাজী আবুল হোসেনসহ অজ্ঞাত আরো ২/৩ জন।