বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাওয়ায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈকত গুহ পিকলুকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলাকাবাসী, ইউপি সদস্য ও কর্মচারীরা তাকে সংবর্ধনা প্রদান করেন। এর আগে মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে সংবর্ধনা প্রদান করেছেন।