শ্যামনগরসহ পাশর্^বর্তী কালিগঞ্জ উপজেলার বিভিন্ন হোটেলে মরা গরু ও ছাগলের মাংস বিক্রয়ের অভিযোগ উঠেছে। সংঘবদ্ধ চক্রের এমন একটি ঘটনা হাতেনাতে ধরার পর বিষয়টি সামনে চলে এসেছে।
অভিযোগ উঠেছে সংঘবদ্ধ বেশ কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা পারস্পারিক যোগসাযশে নির্দিষ্ট কিছু হোটেল রেষ্টুরেন্টে এসব মাংস কম দামে বিক্রি করার কারণে হোটেল রেষ্টুরেন্ট মালিকরাও বিষটি নিশব্দে মেনে নিয়েছে। যদিও কোন কোন হোটেল রেষ্টুরেন্টের মালিকের দাবি তারা এমন অপকর্মের সাথে জড়িতদের থেকে মাংস ক্রয় না করে সরাসরি বাজার থেকে মাংস ক্রয় করেন।
তথ্য সুত্রে জানা গেছে গত ৩০ জুলাই খানপুর বাসষ্ট্যান্ড এলাকা দিয়ে প্রায় দুই বস্তা মাংস নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা বেলেডাঙা গ্রামের কিশোরীসহ মানিক ও নুরনগর এলাকার একজনকে আটক করে। বেলা সাড়ে আটটার দিকে এত পরিমান মাংস নিয়ে কালিগঞ্জ অভিমুখে যাওয়ার কারণ জিজ্ঞাসাবাদে আটককৃত তিন ব্যক্তিসহ তাদের অপর দুই সহযোগী জানায় তারা পাশের একটি পুকুরে চাষকৃত মাগুর মাছের জন্য ঐ মাংস ক্রয় করে নিয়ে এসেছেন নুরনগর থেকে।
এসময় স্থানীয় ইউপি সদস্য আবদুস সবুর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদেও দিয়ে সংশ্লিষ্ট পুকুরের মধ্যে কিছু মাংস নিক্ষেপ করে নিশ্চিত হন যে সেখানে কোন মাগুর মাছের চাষ হয় না এবং আটককৃতরা মিথ্যা তথ্য দিয়েছেন।
এক পর্যায়ে তিনি শ্যামনগর থানায় ফোন করে পুিিলশকে খবর দিতেই সংগবদ্ধ চক্রের সদস্যরা সবাই পালিয়ে যায়।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে ঐ চক্রের দুই সদস্য শিকার করেছে যে নুরনগর থেকে একটি মরা গরুর মাংস নিয়ে বিক্রির জন্য শ্যামনগরের নির্দিষ্ট তিনটি হোটেলে যায়। কিন্তু আগে থেকেই তাদেও ফ্রিজে মাংস থাকার কারণে তারা ঐ দিন মাংস নিতে অস্বীকার করে বলেও তারা স্বীকারোক্তি দেন।
তথ্য অনুসন্ধানে জানা গেছে শ্যামনগর সদরের একটি সংঘবদ্ধ চক্রের প্রশ্রয়ে উপজলার বিভিন্ন অংশের বেশকিছু বখাটে তাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা এজেন্টদের দিয়ে উপজেলার বিভিন্ন প্রান্তে মরা ছাগল এবং গরুর মাংসের বিষয়ে সার্বক্ষনিক খোঁজখবর রাখে। সুযোগমত শিখার মিললে সংঘবদ্ধ চক্রটি ঋষিদের সাহায্য নিয়ে এসব মরা গরু ছাগলেল চামড়া ছাড়িয়ে নিয়ে তা দিব্যি ছাগল গরু এবং ক্ষেত্র বিশেষ হরিণেল মাংষ বলেও বিক্রি করে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে মুন্সিগঞ্জ কলেজের এক শিক্ষক গরুর মাংস বলে তাকে শিয়ালেলর মাংষ খাওয়ানোর তথ্যও দেন। এদিকে বিধু¯্রুবা মন্ডল নামের এক ব্যডক্ত অভিযোগ করেন মরা পঁচা মাংস খাওয়ায় সমস্যার কথা বিবেচনায় নিয়ে তিনি এখন বাইরে গেলে মাছ কিংবা ডিম খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
উল্লেখ্য এর আগে শ্যামনগরের কোন কোন হোটেলে মরা মুরগি বিক্রির ঘটনা জানাজানি হলে তুলকালাম কান্ড ঘটে যায়।
স্থানীয় সচেতন মহল মাননীয় জেলা প্রশাসকের সদয় দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে শ্যামনগর এর যাবতীয় হোটেল ও রেষ্টুরেন্টে ‘সারপ্রাইজ’ অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।