দেবহাটার সরকারি কেবিএ কলেজ রোভার গ্রুপের একাদশ ২০১৯/২০২০ শিক্ষাবর্ষে নবাগত রোভার ও গার্ল-ইন রোভার স্কাউটস সদস্যদের নিয়ে উদ্বোধনী ক্লাস সকাল সাড়ে ১০টায় আইসিটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের রোভার গ্রুপের সভাপতি ও জেলা রোভারের সহ-সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা রোভারের সাধারণ সম্পাদক ও হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলহাজ এস এম আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কেবিএ কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মইনুদ্দিন খান এবং কলেজের রোভার স্কাউটস লিডার প্রভাষক মনিরুজ্জামান মহসিন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক ও জেলা রোভারের কোষাধ্যক্ষ আবু তালেব। সিনিয়র রোভার মেট আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোভার স্কাউটস লিডার প্রভাষক দৌলতুন্নেছা পারুল, রোভার নেতা প্রভাষক শাহজাহান কবীর, প্রভাষক আমিনুর রহমান, প্রভাষক আবু জাফর সিদ্দিকি সহ সিনিয়র রোভার ও গার্ল- ইন রোভার প্রমুখ। বক্তারা, স্কাউটস এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর বিখ্যাত উক্তি " তোমরা পৃথিবীটাকে যেমন পেয়েছো তার চেয়ে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করো" এ মতবাদকে লালন করে একটি অরাজনৈতিক ও বিশ্ববিখ্যাত সংগঠন রোভার স্কাউটস এর কার্যক্রমে উজ্জীবিত হয়ে একটি পরিচ্ছন্ন সমাজ গঠনে কাজ করার আহবান জানান।