কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ার হাবিব পুরে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে। হাবিবপুরের কর্মসূচীর সভাপতিত্ব করেন হাবিবপুরের বাসিন্দা সকরের শ্রদ্ধাভাজন মাজম আলী। এখানে বৃহস্পতিবার রাত ১২ টা ১ মনিটে ৬৮ মোমবাতি প্রজ্জ্বলন, কেককাটা, আতশবাজী, কবিতা পাঠ, গান পরিবশেন ও আলোচনা সভার মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের চতুর্থ বর্ষপূর্তি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন অতিথি ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সংগ্রামী, হাবিবপুরের বাসিন্দা অ্যাডভোকেট আবদুল গণি, মনছুর আলী, মতিয়ার রহমান, দৌলত খাঁ, আবদুল বারেক মিয়া, আবুবকর সিদ্দিক, জাফর আলী, মেহের চাঁদ প্রমুখ। কবিতা ও গান পরিবেশন করেন মহসীন আলী, সাইফুল ইসলাম ও বৃদ্ধা করিফুল বিবি। অনুষ্ঠান উপস্থাপনা করেন তপন চন্দ্র রায়।
বক্তারা ফুলবাড়ীর বৃহৎ এই বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে গোষণা ও এর বাস্তা বায়ন দাবি করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুটনৈতিক প্রচেষ্টায় ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি জ¦ালিয়ে দু’দেশের অভ্যন্তরে থাকা ১৬২ টি ছিটমহল বিনিময় করা হয়। সেই থেকে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশের সর্ববৃহৎ বিলুপ্ত ছিটমহল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া বাসীসহ বাংলাদেশ অভ্যন্তরের ১১১টি বিলুপ্ত ছিটমহলের মানুষরা নানা আয়োজনে ছিটমহল বিনিময় বর্ষপূর্তী পালন করছে।