“শেখ হাসিনার নির্দেশ, এডিস মশা করব শেষ, ডেঙ্গু-মুক্ত হবে দেশ” এই শ্লোগানে সিরাজদিখানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অভিযান ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুকবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা মোড়থেকে দানিয়াপাড়া পর্যন্ত র্যালী করা হয়। র্যালী শেষে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে রশুনীয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মহিলা-পুরুষদের ডেঙ্গু প্রতিরোধে করনীয় নিয়ে আলোচনা করেন। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনা বৃদ্ধি অভিযান চলবে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও রশুনীয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন। উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ঢালী মো. শহীদুল্লাহ’র সঞ্চালণায় আরো উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য হাজী মির্জা হায়দার নেকবর, শেখ রাসেল শিশু-কিশোর সংগঠনের উপজেলা সভাপতি মো. আবু সায়েম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ অর্থ সম্পাদক সালাউদ্দিন খান, রশুনীয়া ইউপি সদস্য মো. জাহাঙ্গির হোসেন, মহিলা সদস্য জিয়াসমিন বেগম, নয়ন তারা প্রমুখ।