০২আগষ্ট শুক্রবার বাউফল প্রেসক্লাব নির্বাহী পরিষদের নির্বাচন। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে শুরু হবে এ নির্বাচন। সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলবে দুপুর ১২টা পর্যন্ত। ১৯৮৪ সনে প্রতিষ্ঠিত বাউফল প্রেসক্লাবে সরাসরি ভোটের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ৩৬ জন ভোটার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিচ্ছেন। এ নির্বাচনে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে প্রধান নির্বাচন কমিশনার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরাফাত হোসেন ও উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপার ভাইজার কে এম সোহেল রানা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য বাউফলে ৩টি সাংবাদিক সংগঠনকে একীভ’ত করে এব্রাই প্রথম বার সদস্যদের সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।