যশোর শহরের খড়কী এলাকায় সন্ত্রাসীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে। আটক সিরাজুল ইসলাম ওরফে সিরাজ খড়কী কবরস্থান পাড়ার শহিদের বস্তি এলাকার আবদুল জলিলের ছেলে।
এলাকাবাসী জানায়, খড়কী এলাকার শীর্ষ সন্ত্রাসী ভুট্টো ও তার ভাই হাফিজ আধিপাত্য বিস্তারকে কেন্দ্র বিরোধ চলে আসছে। বুধবার সন্ধ্যায় হাফিজ গ্রুপের সন্ত্রাসী মুস্তাক ভুট্টো বাহিনীর প্রধান ভুট্টো ও তার স্ত্রীকে মারপিট করে চলে যায়। কিছু সময় পর ভুট্টো বাহিনী তাদেরকে ধাওয়া দেয়। এ সময় হাফিজ গ্রুপ পালিয়ে যায়। এ ঘটনায় ভুট্টোর লোকজন শহরে মিছিল বের করে থানা ঘেরারও করার চেষ্টা চালায় এবং থানায় অভিযোগ দেয়।
অভিযোগের প্রেক্ষিতে যশোর কোতয়ালি মডেল থানার সেকেন্ড কর্মকর্তা আমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সারারাত ওই এলাকায় অভিযান চালায়।
গভীর রাতে শহিদের বস্তি থেকে সিরাজুল ইসলাম ওরফে সিরাজকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে।
কোতয়ালি মডেল থানার সেকেন্ড কর্মকর্তা এসআই আমিরুজ্জামান অস্ত্রসহ সন্ত্রাসী আটকের তথ্য নিশ্চিত করেছেন।