নদী পথে আমতলী-ঢাকা রুটে সরাসরি সুন্দরবন-৭ লঞ্চ সার্ভিস চালু হয়েছে। আগামি কাল বৃহস্পতিবার আমতলী পায়রা লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে এ লঞ্চটি ছেড়ে যাবে। এ লঞ্চের উদ্বোধন উপলক্ষে বুধবার বিকেলে আমতলী পায়রা লঞ্চঘাটে সুন্দরবন-৭ লঞ্চের হল রুমে দোয়া অনুষ্ঠিত হয়।
সুন্দরবন নেভিগেশন কোম্পানির চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জিএম দেলওয়ার হোসেন। বক্তব্য রাখেন আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ গোলাম সরোয়ার ফোরকান, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল ইসলাম, আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাকসুদা আক্তার জোসনা, ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, কাউন্সির জিএম মুছা, এনএসএস নির্বাহী পরিচালক এ্যাড. শাহাবুদ্দিন পান্না,বরগুনা প্রেসক্লাব সভাপতি চীত্ত রঞ্জন শীল, আমতলী প্রেসক্লাব সভাপতি দেওয়ান কবির, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মোঃ বুলেট আকন, আওয়ামী লীগ নেতা মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও আবদুর রাজ্জাক মাষ্টার প্রমুখ।