আমতলী উপজেলায় ডেঙ্গু ছড়িয়ে পরেছে। গত চার দিনে দুই জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ডেঙ্গু মশা প্রতিরোধে এখনই কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন তারা।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানাগেছে, গত ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চার দিনে হাসপাতালে জ¦র নিয়ে ৮ জন রোগী ভর্তি হয়েছে। ওই ৮ জনের জ¦র পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নিয়াজ মোর্শ্বেদ তনয় ও জালাল চৌকিদার নামের দুইজন ডেঙ্গু জ¦রে আক্রান্ত। ডেঙ্গু জ¦রে আক্রান্ত হওয়ার রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া আমতলীতে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। তারা দ্রুত ডেঙ্গু মশা প্রতিরোধে এখনই কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
বৃহস্পতিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখাগেছে, হাসপাতালের চতুর্থ তলায় সাধারণ ওয়ার্ডে কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামের জালাল চৌকিদার এবং ৫০১ নং কেবিনে আমতলী পৌর শহরের একে স্কুল সংলগ্ন এলাকার নিয়াজ মোর্শ্বেদ তনয় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মশারী খাটিয়ে শুয়ে আছে। জালাল চৌকিদার গ্রামের বাড়ীতে তিন দিন জ¦র নিয়ে গত বুধবার রাতে এবং তনয় আমতলী পৌর শহরের বাসায় চার দিনের জ¦র নিয়ে সোমবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
জালাল চৌকিদার বলেন, বাড়ীতে বসে জ¦রে আক্রান্ত হয়েছি। বাড়ীতে তিন দিন অপেক্ষার পরে বুধবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি। পরে চিকিৎসকের পরামর্শে জ¦র পরীক্ষা করে দেখি ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছি। তিনি আরো বলেন, এখন চিকিৎসকের পরামর্শ অনুসারে চলছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা গৌরাঙ্গ হাজরা বলেন, ডেঙ্গু জ¦রে আক্রান্ত দু’জনকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। আশাকরি আমাদের পরামর্শ মতে চলছে তারা দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংঙ্কর প্রসাদ অধিকারী বলেন, ডেঙ্গু জ¦র আমাদের এলাকায় ছড়িয়ে পরেছে। এ ডেঙ্গু মশা প্রতিরোধে এখনই কার্যকরী ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, গত চার দিনে আট জন রোগী জ¦র নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে দুইজনই ডেঙ্গু জ¦রে আক্রান্ত। ডেঙ্গু জ¦রে আক্রান্তদের নিবির পর্যবেক্ষনে রেখে চিকিৎসা দিচ্ছি। তারা অনেকটা সুস্থ্য। আশাকরি দ্রুত তারা সুস্থ্য হয়ে উঠবেন।