অনৈতিক কর্মকান্ডের সুযোগ না দেয়ায় সাইফুল ইসলাম নামে এক শারীরিক প্রতিবন্ধীকে মারপিট করেছে যশোর কোতয়ালি থানার পুলিশ কনস্টেবল রায়হান (কং নম্বর-১০৮৩)। তবে প্রতিবন্ধী সাইফুল ইসলামও মাদক ব্যবসায়ী। তিনি শহরের ষষ্টিতলা বিপি রোড়ের মৃত শফি মিয়ার ছেলে।
প্রতিবন্ধী সাইফুল ইসলামের অভিযোগ, তিনি ব্যবসা করেন। গত ২৭ জুলাই বিকেল ৪টার দিকে কোতয়ালি থানার পুলিশ কনস্টেবল রায়হান একটি মেয়েকে তার বাড়িতে নিয়ে যায়। এ সময় তার ঘরে ওই মেয়ের সাথে সময় কাটাতে চাইলে তিনি রাজি হননি। সে সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যান।
এরপর গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে থানার ওসি (অপারেশন) সেখ তাসমীম আলম, সেকেন্ড কর্মকর্তা এসআই আমিরুজ্জামান, কনস্টেবল মাহমুদ ও রায়হান তার বাড়িতে গিয়ে একজন আসামির বাড়ির অবস্থান জানতে চান। তিনি তাদের সহযোগিতা করার পর অফিসাররা সেদিকে চলে যান। কিন্তু পেছনে থাকা কনস্টেবল রায়হান তার ঘরে গিয়ে তাকে চড় থাপ্পড়, কিল ঘুষি ও লাথি মারে। তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। এই বিষয়টি তিনি তাৎক্ষণিক অফিসারদের কাছে নালিশ করেন। কিন্তু অফিসাররা ওই সময় কোন বিচার করেননি। ফলে সাইফুল ইসলাম জীবনের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেলের কাছে বুধবার একটি লিখিত অভিযোগ দেন। পুলিশের একটি সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী বিষয়টি দেখার জন্য ও খোঁজ খবর নেয়ার জন্য কোতয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, কনস্টেবল রায়হান কোতয়ালি থানার একটি সাদা পোশাকের টিমের সদস্য ছিলেন। সেই সময় থেকে তিনি সাধারণ মানুষের সাথে খুবই খারাপ আচারণ করতেন। যখন তখন মারপিট, অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। শহরের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন যা এখনও চলছে। নিরাপরাধ মানুষের পকেটে ইয়াবা, গাঁজা ঢুকিয়ে দিয়ে তাকে ফাঁসিয়ে টাকা আদায় করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। সেই সময় টাকা আদায়ে সাদা পোশাকের টিম এতই মত্ত ছিলো যে, টিমের অফিসাররা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতেন না। মাদকদ্রব্য উদ্ধার হলে তা অপর মাদক বিক্রেতাদের কাছে তিনি বিক্রি করতেন। সেই সময় থেকে চিহ্নিত কিছু মাদক বিক্রেতাদের সাথে তার যোগাযোগ গড়ে উঠে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে শুধু টাকা আদায় নয়, তিনি নিয়মিত মাদক সেবন করে থাকেন কনস্টেবল রায়হান।
এ বিষয়ে কনস্টেবল রায়হানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাইফুলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কিছুদিন আগে এক রিকসা চালক সোনার বিস্কুট দেখিয়ে এক নারীর কাছ থেকে সোনার গহনা নিয়ে মুড়লী জোড়া মন্দির এলাকার দিকে চলে যায়। তার খোঁজ খবর নেয়ার জন্য তিনি সাইফুলের বাড়িতে যান। সে সময় তার স্ত্রী পুলিশের সাথে খারাপ ব্যবহার করে। তখনই একজন অপরিচিত নারীকে সেখানে দেখি। সেই নারীর গতিবিধি ভাল মনে হয়নি। সাইফুল নিজে খারাপ মেয়েদের নিজের কাছে রাখে। সে এখনও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে কনস্টেবল রায়হান উল্টো অভিযোগ করেন।