যশোর সদরের ভাতুড়িয়া গ্রামের ঘের ব্যবসায়ী ইমরোজ হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার ভোর ৫টার দিকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী। তিনি জানান, ইমরোজ হত্যাকান্ডের পর এজাহার নামীয় আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে অভিযানে যায় ডিবি পুলিশ। বুধবার ভোরে পুলিশের এ টিমটি গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ইমরোজ হত্যায় জড়িত আলী (২৫), রিংকু (২৬), স্বাধীন (২২) ও রহিম (২৫) নামে চারজনকে গ্রেফতার করে। তাদের বাড়ি সদর উপজেলার চাঁচড়া ভাতুড়িয়া এলাকায়। এ সময় তাদের স্বীকারোক্তি মতে যশোরের শার্শা উপজেলার নাভারণ মোড় হতে হত্যাকান্ডে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ জুন দুপুর ২টার দিকে নিজের মাছের ঘেরে ইমরোজকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা নূর ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় ১২জনের নাম উল্লেখ করে হত্যা ও অস্ত্র আইনে মামলা করেন। এ হত্যাকান্ডে এ পর্যন্ত মোট ৬জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে।