যশোরে মোটরপার্টস ব্যবসায়ী মহিদুল ইসলাম সাফা হত্যা মামলার চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। সাতজনকে অভিযুক্ত করে সিআইডি পুলিশের পরিদর্শক শামিম হোসেন আদালতে এ চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলো, শহরের বেজপাড়ার মৃত মহসিন আলীর ছেলে সেলিম জাভেদ, বেজপাড়া নলডাঙ্গা রোডের চৌধুরী আলী রেজার ছেলে চৌধুরী আনোয়ার রেজা ওয়াশিংটন, মহসিন আলীর ছেলে মোতালেব হোসেন টুটুল, শংকরপুর জমাদ্দার পাড়ার আকরাম মোল্যার ছেলে রানা, আবদুল হালিমের ছেলে সাহাবুদ্দিন, শংকপরপুর ছোটনের মোড়ের লিটন বাবুর ছেলে রাকিব হোসেন ও ষষ্ঠীতলাপাড়ার আবদুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন লিপন।
মামলার বিবরণে জানা গেছে, গত ১ জানুয়ারি সন্ধ্যায় ব্যবসায়ী সাফা শহরের ঈদগাহ মাঠের পূর্বপাশে মাসুদ কম্পিউটারের দোকানে আসেন। এ সময় পিছন দিক থেকে সাফার গলায় ধারালো চাকু দিয়ে পোচ মেরে পালিয়ে যায় হত্যাকারীরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের ভাই জাহিদুল ইসলাম অজ্ঞাত আসামি দিয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। প্রথমে থানা এবং পরে সিআইডি পুলিশ মামলাটি তদন্তের দায়িত্ব পায়। এ মামলার তদন্ত শেষে ওই সাতজনকে অভিযুক্ত করে বুধবার আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন লিপনকে পলাতক দেখানো হয়েছে।