যশোরের শার্শা উপজেলার গোগা কালিয়ানি থেকে উদ্ধারকৃত লাশটি ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের নজর আলীর ছেলে নুরুজ্জামান ওরফে ছোট বাবুর (২৪)। ছোট বাবুর মা নূরজাহান বেগম তার লাশ সনাক্ত করেন।
তিনি আরো বলেন, মঙ্গলবার বিকেল ৩টায় নুরুজ্জামান ছোটবাবু বাসায় ছিল। কে বা কারা মোবাইল করলে সে ঝিকরগাছা বাজারে যায়। রাতে বাসায় না ফেরায় তার বন্ধুদের সাথে যোগাযোগ করলে কেউ তার সংবাদ দিতে পারেনি। বুধবার দুপুরে বাগআঁচড়া ফাঁড়ি পুলিশ গোগা কালিয়ানী গ্রাম থেকে অজ্ঞাত যুবকের (২৪) লাশ উদ্ধার করে। এ খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালের মর্গে আসেন বাবুর মা নূরজাহান বেগম। এখানে তিনি তার ছেলে বাবুর লাশ সনাক্ত করেন।
মা নূরজাহান বেগম বলেন, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের নজর আলীর সাথে তার বনিবনা না হওয়ায় ৮ বছর আগে তাকে তালাক দেয়া হয়। তখন থেকে তিনি তার পিতার বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মাঝিপাড়া গ্রামে অবস্থান করেন। নজর আলী দীর্ঘদিন ধরে কুয়েতে থাকায় কৃষ্ণনগর গ্রামের জসীম, রাজ্জাকসহ একদল সন্ত্রাসী কয়েক বছর যাবৎ তার কাছে ৭ লাখ টাকা দাবি করে আসছে। এ টাকা না দেয়ায় বড় ছেলে বড় বাবুকে মারপিট করে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে। এখনো সে জেলখানায়। ঝিকরগাছা ক্ষমতাসীন দলের এক নেতার ইন্ধনে এসব সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছে। সেই টাকা না দেয়ায় হয়তো তারা ছোট বাবুকে খুন করেছে। তিনি আরো বলেন, যশোরে এসে জানতে পেরেছি, মঙ্গলবার বিকেলে ফোন পেয়ে দেবহাটা থেকে ছোটবাবু ঝিকরগাছায় আসলে রাতে কাটাখালী নামক স্থানে তাকে কুপিয়ে হত্যা করে। সেখান থেকে শার্শার সীমান্ত গোগা কালিয়ানীতে তার লাশ ফেলে রেখে এসেছে।