বেনাপোল পোর্ট থানার কর্মকর্তা ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমকে বুধবার শাস্তিমূলকভাবে এপিবিএন দপ্তরে বদলী করা হয়েছে। তিনি গত বছরের ১০ জুলাই যশোরের ঝিকরগাছা থানা থেকে বেনাপোল পোর্ট থানায় যোগদান করেন।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রগুলো বলেছে, পুলিশ হেড কোয়ার্টার্সের এক আদেশে বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার কর্মকর্তা ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমকে এপিবিএন দপ্তরে বদলী করা হয়।