যশোর সদরের বাগডাঙ্গায় নির্মাণাধীন শ্মশানের স্থান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দুই পক্ষের কথা শুনতে বুধবার ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহিম। তিনি সমস্যা সমাধানে উভয়পক্ষের প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারদের সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন। পরে নির্মাণাধীন শ্মশানের স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ইকবাল হোসেন, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, যশোর পৌরসভার কাউন্সিলর সন্তোষ দত্ত, তীমির ঘোষ, ফতেপুর ইউপি মেম্বার স্বপন গোস্মামী, বাবুল হোসেন প্রমুখ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সদরের ফতেপুর ইউনিয়নের বাগডাঙ্গায় ‘কালের বটতলা সার্বজনীন মহাশ্মশান’ স্থাপনের জন্য সিদ্ধান্ত নেয় স্থানীয় একাংশের মানুষ। তবে শ্মশানে যাওয়ার জন্য একজনের কাছ থেকে ৩৮ শতাংশ জমি ক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রথম দিকে মালিক জমি বিক্রিতে আগ্রহী থাকলেও পরবর্তীতে অনাগ্রহ দেখান। এরইমধ্যে ২ জুলাই মহাশ্মশানটি উদ্বোধন করা হয়। এরপর থেকে পরিস্থিতি ঘোলাটে হয়। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়। এরই অংশ হিসেবে বুধবার ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহিম। তিনি উভয় পক্ষের কথা শোনেন। এরপর তিনি সমস্যা সমাধানে উভয়পক্ষের ৩ জন করে প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের ২ জন মেম্বার ও ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহিম বলেন, ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের বক্তব্য শুনেছি। একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। তাদের বৈঠক থেকে সমাধান আশা করছি।