যশোরে সালমা খাতুন নামে গৃহবধূ খুনের ৯ মাস পর কোতয়ালি থানায় হত্যা মামলা রেকর্ড হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে সালমাকে শ্বাসরোধে হত্যার আলামত পেয়ে থানা পুলিশ এ মামলাটি রেকর্ড করে। মামলায় আসামি করা হয়েছে নিহতের স্বামী ও শাশুড়িসহ তিনজনকে। আসামিরা হলো, নিহতের স্বামী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার খোজাডাঙ্গা গ্রামের নূর ইসলাম নুরু ঢালীর ছেলে ফারুক হোসেন, শাশুড়ি ফজিলা বেগম এবং একই উপজেলার খড়িতলা নিজদোপপুর গ্রামের গফুর গাজীর ছেলে তুহিন।
বাদী নিহতের ভাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ারচক গ্রামের মৃত আবদুল বারী সানার ছেলে জাকির হোসেন মামলায় উল্লেখ করেছেন, আসামিরা যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার মৃত ইকরামুল হক ইকু চৌধুরীর পুকুরপাড়ের একটি ফাঁকা জমিতে ঘর নির্মাণ করে বসবাস করেন। প্রায় চার বছর আগে আসামি ফারুক হোসেনের সাথে বাদীর ছোট বোন সালমা খাতুনের বিয়ে হয়। কিন্তু এর আগে ফারুক হোসেন আরো একটা বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর একটি মেয়ে সন্তান হওয়ার পর সে অন্য লোকের সাথে বিয়ে করেন। সালমাকে দ্বিতীয় বিয়ের পর আবারো ফারুক হোসেন প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। নিষেধ করেন দ্বিতীয় স্ত্রী সালমা খাতুন। এতে সালমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে স্বামী ফারুক হোসেন ও শাশুড়িসহ অন্যরা।
গত বছরের ৭ অক্টোবর রাত ১১টার দিকে হঠাৎ করে সালমার পাতলা পায়খানা ও বমি শুরু হয়। ওই রাতে স্থানীয় জামাল হোসেন নামে এক ডাক্তার দেখায় তার স্বামী। পরদিন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওইদিন ঘণ্টা খানেক পর সালমা খাতুন মারা যান। ওই সময় পুলিশ সালমার সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়। ময়নাতদন্ত রিপোর্টে সালমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সে কারণে বুধবার ওই ঘটনায় থানা পুলিশ হত্যা মামলা রেকর্ড করেছে। তবে এখনো আসামি আটক হয়নি।