যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের সন্ত্রাসী বাছের হত্যা মামলার ১৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক শেখ ফারুক হোসেন এ রায় দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী সাজ্জাদ মোস্তফা রাজা।
মামলা বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১৪ এপ্রিল বাঘারপাড়া উপজেলার পুলেরহাট বাজারে চাঁদা আনতে যায় সন্ত্রাসী বাছের ও তার সহযোগীরা। এ সময় বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে তাকে ধরে বেধড়ক পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর তার মটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় স্থানীয়রা। এ সময় পালিয়ে যায় বাছেরের সহযোগীরা।
এ ব্যাপারে বাছেরের চাচা রফি উদ্দিন বাঘারপাড়া থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেন। ফাইনাল রিপোর্টের উপর বাদী আদালতে নারাজি আবেদন করলে বিচারক পুনঃতদন্তের জন্য সিআইডি পুলিশকে আদেশ দেন। তদন্ত শেষে সিআইডি পুলিশ ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে স্বাক্ষীদের বক্তব্যে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক সকল আসামিকে খালাস দিয়েছেন।
খালস প্রাপ্তরা হলেন, যশোর সদরের রাজাপুর গ্রামের হাসান, আবু তাহের, এনামুল হক, গিয়াস উদ্দিন, মনছের আলী, সিরাজুল ইসলাম, মফিজুর রহমান, নোঙরপুর গ্রামের কামাল হোসেন, রঞ্জু মিয়া, রেজাউল ইসলাম, বাঘারপাড়া উপজেলার খাজুরার রবিউল ইসলাম, খোকন মিয়া, আমিরুল ইসলাম, জামিরুল ইসলাম, হিটলার, প্রেমচারা গ্রামের মশিয়ার রহমান, ইছালী গ্রামের আনিচুর রহমান।