ময়মনসিংহর গফরগাঁওয়ে পাঁচবাগ ফাজিল মাদ্রাসার মেধাবীছাত্রী মিনহা রাফিদার (১৮) মুখে সন্ত্রাসীদের অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গত মঙ্গলবার রাতে সন্দেহজনকভাবে চরশাঁখচূড়া (আনসারনগর) গ্রাম থেকে কাওছার খান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কাওছার খান এসিডদগ্ধ মিনহার চাচাতো ভাই। তার বাবার নাম আবদুল খালেক খান।
পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান জানান, কাওছার খানকে বুধবার দুপুরে ময়মনসিংহ আমলি আদালতে প্রেরণ করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
এদিকে এসিডেদগ্ধ মিনহার বাবা ও মামলার বাদী সালাহউদ্দিন খানের অভিযোগ, পুলিশ প্রকৃত অপরাধীদের বাঁচাতে উল্টো আমাদের পরিবারের লোকজনকে নানাভাবে হয়রানি করছে। আমার ভাতিজা কাওছার খান ভালো ছেলে। পুলিশ সন্দেহজনক তাকে গ্রেফতার করেছে। প্রকৃত অপরাধীদের আড়াল করতে পুলিশ মামলাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। তিনি দ্রুত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানান।
কাওছার খানের বাবা আবদুল খালেক জানান, আমার ছেলে একজন প্যাথলজি টেকনেশিয়ান। ঘটনার দিন সকাল থেকে কাওছার গফরগাঁও পৌরশহরের ডায়াবেটিক হাসপাতালে কর্মরত ছিল।