ময়মনসিংহের গফরগাঁওয়ে এক দরিদ্র জেলের বাড়িতে হানা দিয়ে চুরি করে হাতেনাতে ধরা পড়ে পালানোর সময় চোর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গৃহকর্তাকে গুরুতর জখম করেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার মহিরখারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দরিদ্র জেলে মনির হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ওই রাত দুইটার দিকে মনির হোসেনের বসত ঘরের দরজার নীচে সিধ কেটে ঘরে প্রবেশ করে একদল চোর। পরে চোরের দল মনির হোসেনের ঘর থেকে নগদ এক হাজার টাকা, একটি টর্চ লাইট ও একটি মোবাইল সেট চুরি করে পালানোর সময় গৃহকর্তা মনির হোসেন দুই চোরকে ঝাপটে ধরে।
অপর দুই চোর ধারালো অস্ত্র দিয়ে মনির হোসেনের মাথায় আঘাত করলে মনির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় চোরের দল পালিয়ে যায়। মনির হোসেনের পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মনির হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।