ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ জিয়াউর রহমান নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার ভিটশ্বর গ্রামের রাজ আলী খানের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সন্ত্রাসী জিয়াউর রহমান দুর্গাপুর গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার কাছে থাকা একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।