আসন্ন ঈদ-উল-আজহা উদযাপন ও ১৫ই আগস্ট জাতিয় শোক দিবস পালন উপলক্ষে কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। সভায় কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ, মসজিদের খতিব, জনপ্রতিনিধি ও গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভ’মি জাকির হোসেন, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন। সভায় শান্তিপূর্ণ পরিবেশে মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব আসন্ন ঈদ-উল-আজহা পালনে বিভিন্ন দিক নির্দ্দেশনা দেওয়া হয়। এছাড়াও ঈদের আগে ও পরে আইনশৃংখলা বজায় রাখতে পুলিশ সহ সকলের প্রতি সজাগ থাকার আহবান জানানো হয়। এ বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার সেকেন্ড কর্মকর্তা এসআই জাহিদ হোসেন, নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, রাজু আহম্মেদ রনি লস্কর, সোনার বাংলার নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস ও উপজেলা জামে মসজিদের খতিব সাংবাদিক রুহুল আমিন সৌরভ প্রমুখ। সভা শেষে আগামি ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বাষিকী জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি মুলক বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। সভাতে কালীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড, জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্টান, ব্যাংক ও এনজিও প্রতিনিধি সহ গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।