দেবহাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তালার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে দেবহাটা উপজেলা কর্মকর্তা হিসেবে সম্প্রতি সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে বদলী করা হয়। সেই বদলীজনিত কারণে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন একে অপরের কর্মস্থলে বদলীর নির্দেশনা দেয়ার পর ইতোমধ্যেই স্ব-স্ব কর্মস্থলের দায়িত্ব থেকে অবমুক্তি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। গত বুধবার দেবহাটার ইউএনও ইকবাল হোসেন তালা উপজেলায় যোগদান করেন এবং সেখানে তাকে উপজেলার পক্ষ থেকে বরন নেয়া হয়। বৃহষ্পতিবার সকাল ১১ টায় সাজিয়া আফরীন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দেবহাটায় যোগদান করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবদুল গনি, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতনসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গরা সাফিয়া আফরীনকে স্বাগত জানিয়ে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান এবং বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় নতুন ইউএনও সাজিয়া আফরীন সকলের সহযোগীতায় উপজেলার উন্নয়নে কাজ করবেন বলে জানান। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলমসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।