বরগুনা জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ২৭ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বরগুনা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি রয়েছে এবং আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছে। ২ জনের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিদিনই ২/৩ জন করে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হওয়া রোগীরা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে।
এ ব্যাপারে বরগুনা পৌর কর্তৃপক্ষ সচেতন রয়েছে বিভিন্ন ড্রেন জলাশয় মশা নিধন স্প্রে প্রয়োগ করছে তারা। বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ সোহরাব হোসেন বলেন, আমাদের এখানে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। কতক্ষণ পর পর ডাক্তার গিয়ে রোগীদের সেবা দিচ্ছে। ইতোমধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি গিয়েছে। বরগুনা সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, বরগুনা জেলায় ২৭ জন রোগী শনাক্ত করেছি। বরগুনায় বৃহস্পতিবার পর্যন্ত ১৩ জন ভর্তি রয়েছে এবং আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন ভর্তি আছে। আমরা ইতোমধ্যে ডেঙ্গু রোগের নির্মূল করার সকল ব্যবস্থা হাতে নিয়েছি আশাকরি সবাই সুস্থ হবে।