কুড়িগ্রামের নাগেশ্বরীতে টাকার বিনিময়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে। টাকা কম দেয়ায় অনেক গ্রাহক মিটার এবং বিদ্যুৎ সংযোগ না দেয়ারও আভযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী, দুর্নীতি দমন কমশিন এবং জেলা ও উপজেলাসহ বিভিন্ন সরকারি দপ্তরে এমন লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ৫৬ জন গ্রাহকের স্বাক্ষরিত এই অভিযোগে জানা যায় নাগেশ্বরী পৌরসভার পশ্চিমপয়ড়াডাঙ্গা মৌজার কুটি পয়ড়াডা্গংা এলাকায় সরকারিভাবে লাইন নির্মাণ করা হয়। যার লড নং-কেআরএল-এনআর-১৩-১৭/৩৬৩, প্যাকেজ নং-ডিএনএ-ডব্লিউ-এল-১৪-০২ এর গ্রাহক ৩শ ৫৮ জন। এদের ২শ ৮৫ জন গ্রাহকের মিটার সংযোগসহ লাইন নির্মাণের দোহাই দিয়ে প্রতিজনের কাছ থেকে ৫ হাজার করে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন ওই এলাকার কেতারু শেখের ছেলে তছলিম উদ্দিন নামের একজন প্রভাবশালী। বাকী ৭৩ জনের কাছ থেকেও টাকা আদায়ের জন্য তিনি দালাল নিয়ে গ্রাহকদেরকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছেন।
স্থানীয়রা বলেন যারা টাকা কম দিয়েছেন তাদের সংযোগ দিচ্ছে না। পুরো টাকা না দিলে দেবে না।
সরেজমিনে গেলে দেখা যায় মজিবর নামের এক গ্রাহক দিয়েছেন ৩ হাজার, বাচ্চু ২ হাজার, বেলাল ৩ হাজার, আলম ৩ হাজার, আজাহার ৩ হাজার, হযরত আলী ৩ হাজার এবং মাইদুল দিয়েছেন ৩ হাজার টাকা কিন্তু এখনও মিটার ও সংযোগ পায়নি। এছাড়াও নুর ইসলাম ৫ হাজার টাকা দিয়েও পাননি সংযোগ। আজাহার আলীর স্ত্রী মনোয়ারা বেগম বলেন হামরা সুদের উপরা টাকা নিয়া তছলিমক ৫ হাজার টাহা দিচি তারপর লাইন দিছে, ইউনুছ আলী বলেন, আমার ছেলেসহ বাড়িতে ৩টি মিটারের ১২ হাজার টাকা দিয়ে বলে কয়ে মিটার সংযোগ পেয়েছি। বাকী টাকার জন্য খুব চাপ দিচ্ছে। না দিলে রাস্তায় আটকাবে বলেছে।
ভুক্তভোগীরা আরও জানায় ৫ হাজার করে টাকা নেয়া ছাড়াও অতিরিক্তভাবে প্রতিজনের কাছ থেকে মিটার বোর্ড বাবদ ২শ টাকা, লাগানো ৫০ টাকা, মিটার লাগানো ৫০ টাকা, সার্ভিস তার লাগানো ৫০ টাকা এবং বাতি জ¦ালানোর জন্য দিতে হয়েছে ৩শ টাকা। তছলিম উদ্দিনের এক ভাতিজা ঢাকা মোট্্েরা পলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিওএম) হওয়ায় তিনি ক্ষমতার দাপট দেখিয়ে গ্রাহকদের নিকট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এব্যাপারে অভিযুক্ত তছলিম উদ্দিন বলেন, আমরা কারো মাথাত ডাঙ্গে টাকা নিছি? বিদ্যুৎ নিলে টাকা ছাড়া হয় না। বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়। পবিসের নাগেশ্বরী জোনাল অফিসের ভারপ্রাপ্ত ডিজিএম এর সাথে কথা বলতে একাধিকবার অফিসে গেলেও দেখা পাওয়া যায়নি এবং ফোনও রিসিভ করেননি। জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ বলেন, আমরা এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।