যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল হালিম (৪৮) সহ দুই মাদক ব্যবসায়ী হারুন অর রশিদ (২৮) ও রিপন কুমার দাসকে (২৫) গ্রেফতার করেছে।
কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. শাহিন বলেন,বুধবার রাতে পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার সাতাইশকাটি গ্রামের আবদুল আজিজ শেখের ছেলে আদালত কর্তৃক নারী ও শিশু নির্যাতন মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল হালিম শেখকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে উপজেলার মজিদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী হারুন অর রশিদকে ১৩০ গ্রাম গাঁজা ও সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার শার্শা গ্রামের রিপন কুমার দাসকে ১১০ গ্রাম গাজাঁসহ সাগরদাঁড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেশবপুর থানায় পৃথক ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তারা পুলিশের তালিকাভূক্ত। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।