বাঙালির জাতীয় জীবনে শোক ও বেদনার মাস আগস্টের প্রথম প্রহরে মুন্সীগঞ্জে নানা কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যডভোকেট মৃণাল কান্তি দাস এর নেতৃত্বে বুধবার (৩১ জুলাই)দিবাগত রাত ১২ টা ১ মিনিটে জেলা শহরের সুপারমার্কেট এলাকায় মুক্তিযুদ্ব ভাস্কর্যের সামনে মোমবাতি প্রজ¦লন ,শপথ গ্রহন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিুবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্বা জ্ঞাপন করা হয়।পরে আওয়ামলীগের নেতা-কর্মী, অনুসারীদের অংশগ্রহনে শহরে আলোর মিছিল বের হয়। মিছিল শেষে সুপারমার্কেট চত্বরে আয়োজিত দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল, জেলা পরিষদের সদস্য ও জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক মোরশেদা বেগম লিপি, মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন,গোলাম মাওলা তপন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু,সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, প্রমুখ।