মোল্লাহাট উপজেলার ১নং উদয়পুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তে অধ্যক্ষ এল, জাকির হোসেন সভাপতি ও চৌধূরী আহসান হাবিব (শামিম) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানার সঞ্চালনায় ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-বাগেরহাট জেলা আ.লীগ সহ-সভাপতি অ্যাড. মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ। এ সম্মেলনে উপস্থিত ছিলেন-উপজেলা আ.লীগ সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী ও সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধূরী মনিরুজ্জামান মিনু ও যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার মামুন, সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবির, সাংগঠনিক সম্পাদক মোল্লা হাসান আলী হায়দার ও সাংগঠনিক সম্পাদক মোঃ জিকরুল আলম মিয়া, সহ-প্রচার সম্পাদক সিকদার নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রেজওয়ান চৌধূরী ও যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম মিল্টন প্রমূখ।