জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজদিখানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসফিকুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুর হাসান নাহিদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় আগামি ৫ আগস্ট প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসায় প্রজেক্টরের মাধ্যমে প্রমান্যচিত্র প্রদর্শন। ৬ আগস্ট বঙ্গবন্ধুকে জানতে চাই শীর্ষক রচনা প্রতিযোগিতা। ৭ আগস্ট বঙ্গবন্ধু ও বাংলাদেশ থিমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ১৫ আগস্ট সকাল ৯ টায় শোক র্যালী এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন এবং সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছারা দুপুরে মসজিদ গুলোয় দোয়া করানোর নির্দেশনা রয়েছে।