লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দুই সহদরের করুন মৃত্যু হয়েছে।
বুধবার(৩১ জুলাই) বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ডিঙ্গি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা ওই গ্রামের আবদুল গফুরের ছেলে মফিজুল ইসলাম(২০) ও সাকিল আহমেদ(১৫)।
কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান, বাড়ির পাশে একটি ছোট নালা অতিক্রম করে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের সংযোগ নিতে দুই ভাই একসঙ্গে কাজ করছিলেন। এ সময় অন্য একটি বৈদ্যুতিক লাইনের সাথে সংযোগ ঘটলে বড় ভাই মফিজুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এ সময় বড় ভাইকে উদ্ধারের চেষ্টা করে ছোট ভাই সাকিল আহমেদও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এতে ঘটনাস্থলেই দুই সহদরের মৃত্যু হয়। সন্ধ্যায় আগে আগে স্থানীয়রা তাদের দুই ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।