সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট এলাকায় অন্যের জমি জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এমন অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই জমির মালিক প্রফুল্ল চন্দ্র প্রামানিক গং সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেছে। জানা যায়, ওই এলাকার প্রফুল্ল চন্দ্র প্রামানিক গং এর পৈত্রিক সম্পত্তি যার মৌজা খাতামধুপুর, জেএল নং-৭, খতিয়ান-১১৬৮, দাগ-৬০৬৯, জমি-৪ শতক। ওই জমি জোরপূর্বক কালুয়া (৫০), মানিক (৪৫) উভয়ের পিতা-খরিকা দখল করে দোকান ঘর নির্মাণ করেছে। এতে বাধা দিলে তারা জমির প্রকৃত মালিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দেয়। জমির মালিক জানায়, আমরা অসহায় ও সংখ্যালঘু পরিবার। তাই তাদের সাথে কোনক্রমেই মারামারি করতে পারবো না। এ ব্যাপারে সুষ্ঠু বিচার চেয়ে গত ২৯ জুলাই সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেছে প্রশান্ত চন্দ্র প্রামানিক। ওই অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থান পরিদর্শনে যান সৈয়দপুর থানার এস আই রঞ্জন। তিনি ঘটনাস্থান থেকে ফিরে এলে বিবাদিরা আরও বেপড়োয়া হয়ে ওঠে এবং অভিযোগ তুলে নিতে চাপ সৃষ্টি করে। এ বিষয়ে জমি মালিক বলেন, বর্তমানে ভূমিদস্যুদের অত্যাচারে আমরা নিরুপায় হয়ে পড়েছি। এলাকার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবরেও আবেদন করেছি। কিন্তু এ সকল করার পড়েও আমরা কোন প্রতিকার পাচ্ছি না। এদিকে ভূমিদস্যু কালুয়া ও মানিক প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিয়ে আসছে। আমরা বাপ-দাতার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।