মুলাদীতে থানা পুলিশের আয়োজনে ছেলেধরা গুজব এবং গণপিটুনি বিরোধী র্যালী ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু করে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়াম সচেতনতা মূলক সভা করে। এতে সভাপতিত্ব করেন মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান। প্রধান অতিথি ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, সরকারি মুলাদী কলেজ অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, মুলাদী মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাজ্বী মোঃ মোহসীন উদ্দীন খান, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আরিফ হোসেন সরদার, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।